Phone : 01913460660, 01757132595, 01738808881, 01735847482, 01911011954, 01628933401, 01923926148
বিসমিল্লাহির রাহমানির রাহীম
আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ- সর্বশ্রেষ্ঠ জাতি মুসলিম উম্মাহ। এ জাতি শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতির স্বকীয়তা হারিয়েছে অনেক আগেই। ভেঙ্গে চুরমার হয়েছে ঈমানী-আখলাকী বুনিয়াদ। বৃটিশোত্তর ভারতীয় উপমহাদেশ তার জলন্ত স্বাক্ষী। বহুমুখি সঙ্কটে নিপতিত হয় ইসলামের লালনভূমি বাংলাদেশ। ক্রমেই হারাতে থাকে ইসলামী মূল্যবোধ ও ঐতিহ্য। হুমকির মুখে পড়ে মুসলিম উম্মাহর নতুন প্রজন্ম। ষাটের দশক। নুয়ে পড়া সে উম্মাহকে জাগিয়ে তুলতে ও স্থবির দেহে প্রাণ ফিরিয়ে আনতে নতুন করে কদম ফেলে তা‘মীরুল মিল্লাত ট্রাস্ট। ইসলাম ও সাধারণ শিক্ষার সমন্বয়ে একটি বাস্তবধর্মী শিক্ষা মিশনে তার পথচলা শুরু হয়। অব্যাহত পথচলার ধারাবাহিকতায় ১৯৯৭ সাল থেকে যুক্ত হয় তা‘মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী।
যুগোপযোগী দক্ষ আলিমে দ্বীন এবং সমাজের সর্বস্তরের জন্য দেশপ্রেমিক, সৎ ও যোগ্য নাগরিক তৈরি। এ মিশনে আত্মনিয়োগ করে বিস্তৃত সবুজ ক্যাম্পাস। পাঠদান শুরু হয় প্রাক-প্রাথমিক থেকে কামিল শ্রেণি পর্যন্ত। দাখিল ও আলিম শ্রেণিতে সাধারণ ও বিজ্ঞান বিভাগের পাশাপাশি কামিলে হাদীস এর সাথে যুক্ত হয় তাফসীর ও ফিক্হ বিভাগ। সফলতার স্বাক্ষর রেখে এগিয়ে চলছে তা‘মীরুল মিল্লাত। ক্রমান্বয়ে বড় হতে থাকে কুরআনের ছাত্রদের এ আঙিনা। আগ্রহী ও উদ্দিগ্ন অভিভাবকরা অভাব অনুভব করেন মেয়েদের দ্বীনী শিক্ষার। ২০১২ সাল। অব্যাহত চাহিদার প্রেক্ষিতে প্রতিষ্ঠিত হয় টঙ্গীতে বালিকা শাখা। ক্রমান্বয়ে শিশু থেকে কামিল পর্যন্ত পাঠ্যক্রমে যুক্ত হয় ছাত্রীরা। শিক্ষার্থীদের মানোন্নয়নে ক্রমান্বয়ে জোরদার হয়েছে ইলমে ক্বিরাআত ও আরবী ভাষা শিক্ষা কার্যক্রম। সময়োগযোগী আলিমে দ্বীন তৈরির জন্য গ্রহণ করা হয়েছে বিশেষ পদক্ষেপ। নিয়মিত ও সর্বাধিক ক্লাস, মাসিক ও সেমিস্টার পরীক্ষার মাধ্যমে নিবিড় পরিচর্যা এবং সহ-পাঠ কার্যক্রম ছাত্র-ছাত্রীদের মেধা ও প্রতিভা বিকাশে রাখছে কার্যকর ভূমিকা। জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতি, মাদ্রাসা বোর্ডও করেছে গৌরবান্বিত।
আলহামদুলিল্লাহ! সূচনা থেকে আজ তা‘মীরুল মিল্লাত টঙ্গী হাজারো ফুলে-ফলে, পত্র-পল্লবে প্রস্ফুটিত একটি বৃক্ষ; যা ছড়িয়ে পড়েছে পৃথিবীর আনাচে-কানাচে। দেশ-বিদেশে অনুভূত হয় এর সুবাতাস। এর শিক্ষার্থীরা যোগ্য দায়ী ইলাল্লাহ হওয়ার লক্ষ্যে ছুটে চলছে বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে, অর্জন করছে দ্বীনের উচ্চতর জ্ঞান। আধুনিক কালের সব চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের উপস্থিতি জানান দিতে সক্ষম হয়েছে দ্বীনী এ মারকাযের শিক্ষার্থীরা। পেশাগত জীবনে এর শিক্ষার্থীদের সফলতা জাতির মাঝে আশার সঞ্চার করেছে। দীর্ঘ পথ-পরিক্রমায় প্রতিবন্ধকতার সকল দেয়াল মাড়াতে মহান রবের অফুরন্ত রহমত আমাদের একান্ত অবলম্বন। শিক্ষকমণ্ডলীর আন্তরিকতা, স্বপ্নবাজ শিক্ষার্থীদের দৃঢ় প্রত্যয় ও পরিশ্রম, অভিভাবকদের দু‘আ ও দেশে-বিদেশে সুধীদের ভালোবাসা আমাদের চলার পথে পাথেয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা-প্রশাসনের সকল বিভাগের আন্তরিক সহযোগিতা, সর্বোপরি আল্লাহর রহমত আমাদের পথচলাকে করেছে মসৃণ ও সুদৃঢ় ।
অভিষ্ট লক্ষ্যের তুলনায় আমাদের মনজিল বহুদুর। অবিরত পথচলায় পরিবর্তনমুখী এ পদক্ষেপ দীর্ঘ হবে ইনশাআল্লাহ। প্রত্যাশা করি, সুদূরের সে পথ পাড়ি দিতে সত্য ও সুন্দরের প্রত্যাশী সবাই তা‘মীরুল মিল্লাতের সাথে আছেন এবং অনাগত দিনগুলোতেও সদয় থাকবেন। আল্লাহ তা‘আলা আমাদের সকল সীমাবদ্ধতা মাড়িয়ে সীরাতে মুস্তাকীমের উপর অটল থাকার তাওফীক দিন। আমীন!--- অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
তা‘মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা
গাজীপুরা, টঙ্গী, গাজীপুর-১৭১২
মোবাইল: ০১৯১৩-৪৬০৬৬০, ০১৯২০-১১১৪৭৫, ০১৭৫৭-১৩২৫৯৫, ০১৯২৫-৯২৪৪৬৬, ০১৭৩৮-৮০৮৮৮১
তা‘মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা বালিকা শাখা
গাজীপুরা, টঙ্গী, গাজীপুর-১৭১২
মোবাইল: ০১৯১১-০১১৯৫৪, ০১৭৬৩-০৯৯২৭২
প্রতিষ্ঠাকাল
মুসলিম উম্মাহর চরম সংকটকালে ১৯৬৩ সালে তা‘মীরুল মিল্লাত ট্রাস্ট তার মিশনারী কাজ শুরু করে। যুক্ত হয় বাংলাদেশের শিক্ষাঙ্গনে ঐতিহাসিক নাম তা‘মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা। ধারাবাহিক সফলতায় মুগ্ধ হয় ইসলামী শিক্ষায় আগ্রহী মহল। শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ আদেশে ১৯৯৭ সালে তা‘মীরুল মিল্লাত মাদ্রাসা তার কার্যক্রম শুরু করে টঙ্গীতে।
অবস্থান
গাজীপুর সিটি কর্পোরেশনের অন্তর্গত গাজীপুরা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশেই বিস্তৃত এলাকায় এ ক্যাম্পাস অবস্থিত। মনোরম প্রাকৃতিক পরিবেশে পর্যাপ্ত একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, পরীক্ষা ভবনসহ প্রয়োজনীয় অবকাঠামো নিয়ে এক সুবিস্তৃত ক্যাম্পাসের নাম তা‘মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী। সুপরিসর একটি মসজিদ ও পুকুর এ ক্যাম্পাসের অবস্থানকে করেছে আরো মোহনীয়।
লক্ষ্য-উদ্দেশ্য
★কুরআন-সুন্নাহর আলোকে ব্যক্তির দেহ, মন ও আত্মার সমন্বিত বিকাশ সাধনে শিক্ষাদান এবং তাদের সুপ্ত প্রতিভাকে ইসলামী ও মানবিক মূল্যবোধের আলোকে বিকশিত করা।
★শিক্ষার্থীদেরকে মুসলিম উম্মাহর ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সাথে পরিচিত করে ইসলামী জীবন-দর্শনের জ্ঞানদানের মাধ্যমে যোগ্য দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা।
★তা‘লীম ও তারবিয়াতের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে আধ্যাত্মিক চেতনা জাগ্রত করা।
★শিক্ষার্থীদের বৃত্তিমূলক প্রশিক্ষণ ও বৈষয়িক শিক্ষার মাধ্যমে সমাজ ও দেশ পরিচালনায় অংশগ্রহণের উপযোগী করা।
★ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণের উপযোগী আলিমে দ্বীন তথা ‘ওয়ারাসাতুল আম্বিয়া’ তৈরি করা।
★সর্বোপরি, একটি কল্যাণমুখী জীবনধারায় অভ্যস্ত প্রজন্ম গড়ে তোলা, যাদের জীবনের চূড়ান্ত লক্ষ্য হবে আখিরাতের সফলতা অর্জন।
প্রতিষ্ঠানের পাঠ্যক্রম
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড অনুমোদিত কারিকুলামের আলোকেই মাদ্রাসা পাঠ্যক্রম প্রণীত। পাশাপাশি বিশুদ্ধ কুরআন তিলাওয়াত শিখানোর ব্যবস্থাসহ আরবী ও ইংরেজী ভাষায় দক্ষতা তৈরির জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। দাখিল ও আলিম শ্রেণিতে বিজ্ঞান ও সাধারণ বিভাগ, ফাজিল শ্রেণিতে পাস কোর্স ও আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ, আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে অনার্স কোর্স এবং কামিল শ্রেণিতে হাদীস, তাফসীর ও ফিকহ বিভাগ চালু আছে। তাছাড়া ব্যবহারিক জীবনে ইসলামের অনুসরণ ও সাধারণ জ্ঞানে দক্ষতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পাঠের ব্যবস্থা রয়েছে।
সহ-পাঠ্যক্রম কার্যাবলী
★বিতর্ক-সভা
★শরীর চর্চা
★শিক্ষাসফর
★দু‘আ মাহফিল
★সাহিত্য আসর
★সাপ্তাহিক জালসাহ
★পরীক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাস
★সাহিত্য আসর ও লেখক কর্মশালা
★নতুন ছাত্রদের জন্য ‘ফাউন্ডেশন কোর্স’
★ক্বিরাত, হামদ, নাত ও বক্তৃতার অনুশীলন
★সাহিত্য-সাময়িকী, বার্ষিকী ও দেয়ালিকা প্রকাশ
★ভাষা ও অন্যান্য বিষয়ভিত্তিক ক্লাব এর কার্যক্রম
★বিদেশে উচ্চ শিক্ষায় উৎসাহ ও সহযোগিতা প্রদান
★শরীয়াহ সম্মত সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়ানুশীলন
★বার্ষিক দশক বা পক্ষে প্রতিযোগিতামূলক আয়োজন
★সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ
★খতমে বুখারীর (সহীহ বুখারীর সম্পূর্ণ পাঠ) লক্ষ্যে বিশেষ ক্লাস
★শিক্ষকদের দক্ষতা ও দায়িত্বশীলতা বৃদ্ধির লক্ষ্যে মাদ্রাসা নিজস্ব উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা।
শ্রেণি-বিন্যাস
★ হিফজ (ছাত্র) বিভাগে ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণির সমন্বয়।
★
শিশু শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ইবতেদায়ী।
★
দাখিল স্তরে সাধারণ ও বিজ্ঞান বিভাগ |
★
আলিম স্তরে সাধারণ ও বিজ্ঞান বিভাগ।
★
ফাজিল পাস (৩ বছর)
★
অনার্স কোর্স (৪ বছর)
★
কামিল- হাদীস, তাফসীর ও ফিকহ- (২ বছর)
★
প্রত্যেক স্তরে প্রয়োজনীয় সেকশন।
শাখা প্রতিষ্ঠান ও বিভাগসমূহ
★ তা‘মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা, বালিকা শাখা
★
তা‘মীরুল মিল্লাত জামে মসজিদ
★
তা‘মীরুল মিল্লাত হিফজ বিভাগ
★
তা‘মীরুল মিল্লাত ছাত্রাবাস ও ছাত্রীনিবাস
★
তা‘মীরুল মিল্লাত গ্রন্থাগার
★
তা‘মীরুল মিল্লাত ইফতা বিভাগ
★
বিজ্ঞানাগার
★
কম্পিউটার ল্যাব
★
তাখাস্সুস বিভাগ
★
ক্বিরাআত বিভাগ
★
ছাত্র কল্যাণ বিভাগ
★
সাহিত্য-সংস্কৃতি বিভাগ
★
প্রকাশনা বিভাগ
তা‘মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা, বালিকা শাখা
মুসলিম মেয়েদের দ্বীনি শিক্ষায় উচ্চ শিক্ষিত করে তোলার অব্যাহত দাবীতে ২০১২ সালে বালিকা শাখার কার্যক্রম অস্থায়ী ক্যাম্পাসে শুরু হয়। কম সময়েই এর পরিসর বড় হয়ে উঠে। মাদ্রাসা ক্যাম্পাসের পাশে পৃথক পরিবেশে তৈরি হয় বালিকা শাখার বিস্তৃত স্থায়ী ক্যাম্পাস। এখানেও একই পাঠ্যক্রমের অনুসরণে শিশু থেকে কামিল শ্রেণি পর্যন্ত ক্লাস চালু রয়েছে। দক্ষ ও অভিজ্ঞ শিক্ষিকাদের মাধ্যমে শরীয়তসম্মত পরিবেশে এখানে পাঠদান অব্যহত আছে।
তা‘মীরুল মিল্লাত জামে মসজিদ
মাদ্রাসার আবহ ঘেরা এ জনপদের দ্বীনপ্রেমিক ছাত্র-জনতার মিলনমেলা তা‘মীরুল মিল্লাত জামে মসজিদ। জুমুআর দিন বিষয়ভিত্তিক ও জীবন ঘনিষ্ঠ খুতবার আকর্ষণে দূর-দূরান্ত থেকে এখানে মানুষ জমায়েত হয়। ঈদের জামাআতে হাজির হন মহিলারাও। মসজিদে নিয়মিত তা‘লীমী হালাকাহ ও ধারাবাহিক তাফসীর চালু আছে।
তা‘মীরুল মিল্লাত হিফজ বিভাগ
দক্ষ হাফিজে কুরআন তৈরির লক্ষ্যে এ বিভাগ কার্যকর ভূমিকা পালন করছে। যোগ্য ও অভিজ্ঞ শিক্ষকের তত্তাবধানে প্রতিবছর এখানে অনেক ছাত্র হিফজুল কুরআন সম্পন্ন করে থাকে।
তা‘মীরুল মিল্লাত ছাত্রাবাস ও ছাত্রীনিবাস
শিক্ষার্থীদের পড়ালেখা ও নৈতিক মান নিশ্চিত করার শুরু থেকে মাদ্রাসা নিজস্ব আবাসিক ব্যবস্থা রয়েছে। বর্তমানে দুটি ছাত্রহল ও একটি ছাত্রীহলে প্রায় এক হাজার শিক্ষার্থীর আবাসিক ব্যবস্থা কার্যকর। মেধার ভিত্তিতে অগ্রাধিকার বিবেচনায় মাদ্রাসার হলে সিট প্রদান করা হয়। প্রত্যেক হলে ব্লক ভিত্তিক দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর নিয়মিত তত্ত্বাবধানে শিক্ষার্থীদের লেখাপড়া ও নৈতিক মানোন্নয়নের ব্যবস্থা রয়েছে। ছাত্রাবাসের নিয়মাবলীর কঠোর অনুশীলনের মধ্য দিয়েই শিক্ষার্থীদের এখানে অবস্থান করতে হয়।
আবাসন প্রক্রিয়া
মাদ্রাসায় ভর্তি হওয়ার পর আগ্রহী শিক্ষার্থীর সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। ছাত্রাবাস বা ছাত্রীনিবাসে সিট খালি থাকা সাপেক্ষে হোস্টেল অফিস থেকে আবাসিক ফরম সংগ্রহ করে যথাযথ নিয়মে পূরণ করে দুই কপি ছবিসহ জমা দিতে হয়। একই সাথে নির্দিষ্ট হারে জামানতসহ সিট ভাড়া ও খাবার চার্জ পরিশোধ করে হোস্টেলে সিট নিশ্চিত করতে হয়। হোস্টেলে অবস্থানের জন্য চৌকি, টেবিল, প্রয়োজনীয় বিছানাপত্র ও প্লেট, গ্লাস, বালতি, মগ ইত্যাদি শিক্ষার্থীর নিজ দায়িত্বে সংগ্রহ করতে হয়।
মাদ্রাসার নিজস্ব ছাত্রাবাসের বাইরে বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রীকে বিভিন্ন প্রাইভেট ছাত্রাবাসে অবস্থান করতে হয়। এসব ক্ষেত্রেও মাদ্রাসার প্রত্যক্ষ ও পরোক্ষ মনিটরিং ব্যবস্থা বিদ্যমান। তবে পড়ালেখার মান ও নৈতিক পরিবেশ দেখে যথাযথ আবাসন নির্বাচনে অভিভাবকদের সরাসরি ভূমিকা পালন করা জরুরি।
গ্রন্থাগার
বৃহৎ পরিসরে মাদ্রাসায় ৩টি লাইব্রেরী বিদ্যমান। প্রাচীন ও আধুনিক কিতাবাদির বিশাল সংগ্রহ এতে রয়েছে। মূল পাঠ্য কিতাবের পাশাপাশি রয়েছে প্রয়োজনীয় রেফারেন্স গ্রন্থ। শিক্ষার্থীদের সরাসরি অধ্যয়নের সাথে সাথে প্রয়োজনে যথানিয়মে লাইব্রেরি থেকে কিতাব সংগ্রহের ব্যবস্থাও আছে।
বিজ্ঞানাগার
ছাত্র-ছাত্রীদের পৃথক ক্যাম্পাসে বিষয়ভিত্তিক আলাদা আলাদা ল্যাব বিদ্যমান। প্রয়োজনীয় সকল উপকরণবমৃদ্ধ ল্যাবগুলোতে শিক্ষার্থীদের নিয়মিত ব্যবহারিক ক্লাস করানো হয়। এখানে আবশ্যকীয় ও প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ একটি চলমান প্রক্রিয়া।
কম্পিউটার ল্যাব
শিক্ষার্থীদের আইসিটি ও কারিগরি দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে একটি আলাদা কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে। এখানে আছে ৩৬টি কম্পিউটার।
তাখাস্সুস বিভাগ
বাছাইকৃত শিক্ষার্থীদের ইলমী মান উন্নয়ন করে যোগ্য ও দক্ষ আলিমে দ্বীন তৈরি করার জন্য এ বিভাগটি কাজ করছে। আলিম পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করে এ বিভাগের অধীনে অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতে দাখিল পর্যায়ে এ বিভাগের কাজ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
ক্বিরাআত বিভাগ
শিক্ষার্থীদের কুরআন তিলাওয়াতের বিশুদ্ধি ও আগ্রহী শিক্ষার্থীদের ইলমে কিরাআতে দক্ষতা বৃদ্ধির জন্য এ বিভাগ কাজ করে থাকে। অভিজ্ঞ ক্বারীর তত্ত্বাবধানে এ বিভাগের কাজকে আরো জোরদার করার প্রক্রিয়া চলমান রয়েছে।
ছাত্র কল্যাণ বিভাগ
দরিদ্র ও অসহায় শিক্ষার্থীদের মানবিক বিভিন্ন প্রয়োজনে সহায়তার জন্য এ বিভাগ কাজ করে থাকে। শিক্ষা সহায়তা, চিকিৎসা সহায়তাসহ নানাবিধ প্রয়োজনে শিক্ষার্থীদের পাশে থাকার জন্য ছাত্র, শিক্ষক ও শুভানুধ্যায়ীদের অংশগ্রহণে এ বিভাগ সক্রিয় ভূমিকা পালন করে।
সাহিত্য-সংস্কৃতি বিভাগ
শিক্ষার্থীদের সাহিত্য প্রতিভাকে বিকশিত করার জন্য এ বিভাগ কাজ করে। সাহিত্য আসর, স্বরচিত লেখা পাঠের আসর, লেখক কর্মশালাসহ সাংস্কৃতিক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে শুদ্ধ সংস্কৃতি ছাত্রজনতার মাঝে ছড়িয়ে দেয়ার জন্য নানান উদ্যোগ গ্রহণ করা হয়ে থাকে।
প্রকাশনা বিভাগ
লেখালেখির মাধ্যমে ছাত্রদের সুপ্ত প্রতিভা বিকাশের জন্য এ মাদ্রাসায় রয়েছে প্রকাশনা বিভাগ। এর অধীনে প্রকাশিত ও প্রকাশমান বিভিন্ন উপকরণ হলো-
ক. ত্রৈমাসিক তা‘মীরুল মিল্লাত
ক. বার্ষিকী
গ. দাখিল ও আলিম স্মৃতি স্মারক
ঘ. ফাজিল ও কামিল স্মৃতি স্মারক
ঙ. শিক্ষাসফর স্মারক
চ. দেয়ালিকা
ছ. বিষয়ভিত্তিক গ্রন্থ
জ. আরবী ও ইংরেজি সাময়িকী (পরিকল্পনাধীন)
এক নজরে মাদ্রাসার কিছু তথ্য
★ মাদ্রাসার বর্তমান ছাত্র সংখ্যা : ৬৮১৬ জন
★
বালিকা শাখায় বর্তমান ছাত্রী সংখ্যা : ২১২৮ জন
★
মাদ্রাসার শিক্ষক ও শিক্ষিকা : ১০৬ জন
★
কর্মকর্তা ও কর্মচারী : ৫০ জন
ভবন : প্রশাসনিক কাম একাডেমিক ১টি, পৃথক একাডেমিক ভবন ২টি, অডিটোরিয়াম ভবন ১টি, পরীক্ষা ভবন ১টি ও আবাসিক হল ছাত্রদের ২টি, ছাত্রীদের ১টি। আরেকটি বহুতল ভবনের কাজ চলমান।
পরীক্ষা ও মূল্যায়ণ পদ্ধতি
সকল শ্রেণিতে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ করা হয়। বছরে ২টি সেমিস্টার পরীক্ষা অনুষ্ঠিত হয়। শিশু থেকে নবম শ্রেণিতে মাসিক পরীক্ষা এবং পাবলিক পরীক্ষার শ্রেণিসমূহে নির্বাচনী ও মডেল পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকল পরীক্ষায় ‘আমল-আখলাক’ এর নম্বর যুক্ত হয়। সকল বিষয়ে উত্তীর্ণ হয়েও আমল-আখলাকে উত্তীর্ণ না হলে অকৃতকার্য বিবেচিত হয়। তাছাড়া প্রথম সেমিস্টারের সাথে পরবর্তী সেমিস্টারের নম্বর নির্দিষ্ট হারে সমন্বয় করা হয়।
ভর্তি সংক্রান্ত তথ্য
প্রত্যেক শিক্ষাবর্ষের শুরুতে শিশু থেকে ৯ম শ্রেণি এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড ও ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের অধীনে পাবলিক পরীক্ষা শেষে অন্যান্য ক্লাসে ভর্তি প্রক্রিয়া চালু রয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রণালয় ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নির্দেশনার আলোকে ভর্তির জন্য লিখিত বা মৌখিক মূল্যায়ণের মাধ্যমে বাছাই করা হয়। শিশু থেকে নবম শ্রেণির বাছাই প্রক্রিয়া প্রত্যেক শিক্ষাবর্ষের শেষলগ্নে নির্দিষ্ট (মাদ্রাসার ওয়েবসাইটে প্রকাশিত) শিডিউলের আলোকে সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।
ভর্তি প্রক্রিয়া
ক. মাদ্রাসা ওয়েবসাইটে সংরক্ষিত ভর্তির আবেদন ফরমটি সঠিকভাবে পূরণ করে যথানিয়মে অফিস থেকে এন্ট্রি করিয়ে নিতে হয়। মাদ্রাসার ওয়েবসাইট www.tm.edu.bd উল্লেখ্য, আবেদন ফরমটি পূরণ করার সময় সকল তথ্য সঠিকভাবে দিতে হবে। তথ্যগত কোনো ভুলের দায় প্রতিষ্ঠান গ্রহণ করবে না।
খ. ভর্তির বাছাই প্রক্রিয়ায় উত্তীর্ণ হলে মাদ্রাসা ভর্তি নিশ্চিত করতে হয়।
গ. ভর্তির সময় একজন শিক্ষার্থীকে নিজ জন্মসনদ, পিতামাতার এনআইডির কপি, পূর্ববর্তী প্রতিষ্ঠানের ছাড়পত্র ও পাবলিক পরীক্ষার তথ্যাদি (প্রযোজ্য শ্রেণিতে) এবং পাসপোর্ট সাইজের দুই কপি ছবি প্রদান করতে হয়।
ঘ. প্রযোজ্য শ্রেণিসমূহে মাদ্রাসা নির্দিষ্ট ছকে অঙ্গীকারনামা জমা দিতে হয়।
ঙ. নির্দিষ্ট হারে ভর্তি ফিসহ সকল লেনদেন শিক্ষার্থীর mCash/CellFin একাউন্টের মাধ্যমে পরিশোধ করতে হয়।
২০২৩ শিক্ষাবর্ষে ভর্তি ফি ও বেতন কাঠামো
বি: দ্র: প্রয়োজনে বেতন ও অন্যান্য চার্জ পরিবর্তনশীল।