Tamirul Millat Kamil Madrasah Tongi

অধ্যক্ষের বাণী

 

পড়! তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন (সূরা-আল্লাক্ব: ১) যে ব্যক্তি জ্ঞান অর্জনের উদ্দেশ্য পথ অতিক্রম করে, আল্লাহ তার জন্যে জান্নাতের পথ সুগম করে দেন। ( মুসলিম শরীফ) সরকারের ঘোষিত ভিশন ২০২১ অর্জনের উদ্দেশ্য ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাদরাসা শিক্ষা তথা সকল শিক্ষাব্যবস্থাকে বেগবান করতে মাল্টিমিডিয়া ক্লাসসহ বিভিন্ন স্তরে তথ্য প্রযুক্তির যে অবদান রেখে আসছেন তার জন্য বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তথা মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে  জানাই আন্তরিক  মোবারকবাদ। ‘‘তা’মীরুল মিল্লাত ট্রাস্ট’’ পরিচালিত তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা একটি আধুনিক  দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৬৩ সালে ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে এ প্রতিষ্ঠানের শুভ সূচনা হয়। তারপর কালের বিবর্তনে মহান আল্লাহ্র মেহেরবাণীতে আজ তা পত্র-পল্লবে সুশোভিত হয়ে বিরাট মহীরূহে পরিণত হয়েছে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত সকল পরীক্ষায় ‘‘তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার’’ সাফল্য উল্লেখযোগ্য। বিগত বছরগুলোতে বাংলাদেশের সেরা দশ শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় প্রতিষ্ঠানটি সকলের শীর্ষে থাকার গৌরব অর্জন করতে সক্ষম হয়েছে। শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে জাতীয়ভাবে এ প্রতিষ্ঠান বহুবার পুরস্কৃত হয়েছে। যাদের প্রচেষ্টায় তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা বর্তমান অবস্থানে পৌঁছেছে, বিশেষ করে তা’মীরুল মিল্লাত ট্রাস্ট ও গভর্ণিং বডির সম্মানিত সদস্যবৃন্দ, শিক্ষকমÐলী, ছাত্র-ছাত্রী, অভিভাবক, এলাকাবাসী ও সর্বস্তরের জনগণ, তাঁদের সকলকে আন্তরিক মুবারকবাদ জ্ঞাপন করছি। তাছাড়া এ মাদরাসা যাঁদের অনুপ্রেরণা ও সহযোগিতায় এগিয়ে চলেছে তাঁদের সকলের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা। আখিরাতের মনজিলের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন যারা তাঁদের জন্য মহান রবের দরবারে শান্তি ও মাগফিরাত কামনা করছি।
 

                                                            অধ্যক্ষ মুহাম্মদ যাইনুল আবেদীন