লক্ষ্য ও উদ্দেশ্য
- প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য
- ♦ ইসলামী আদর্শের আলোকে শিশু, কিশোর ও তরুণদের দৈহিকও মানসিক শিক্ষাদান এবং তাদের সুপ্ত প্রতিভাকে মানবিক ও ইসলামী মূল্যবোধের আলোকে বিকাশিত করা।
- ♦ প্রতিটি ছাত্র-ছাত্রীকে মুসলিম জাতির ইতিহাস, ঐতিহ্য ও সাস্কৃতির সাথে পরিচয় করিয়ে ইসলামী জীবনদর্শনের সঠিক জ্ঞানদানের মাধ্যমে দেশের দায়িত্বশীল ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা।
- ♦ তা’লীম তারবিয়্যাতের মাধ্যমে প্রতিটি ছাত্র-ছাত্রীর মাঝে আধ্যাত্নিক চেতনা, ইসলামী মূল্যবোধ ও সুনাগরিক তৈরির চেষ্টা করা।
- ♦ বৃত্তিমুলক প্রশিক্ষণ ও বৈষয়িক শিক্ষার মাধ্যমে সমাজ পরিচালনায় সক্রিয় অংশ গ্রহণের যোগ্য করে গড়ে তোলা।
- ♦ বাতিলের সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে ইসলামকে একটি কালজয়ী আদর্শ হিসেবে তুলে ধরার যোগ্যতা তৈরি করা।